যৌন হয়রানি রোধে ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
যৌন হয়রানি নির্মূলকরণে সম্মিলিত সামাজিক আন্দেলন গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর এনজিও ফোরাম-এর আঞ্চলিক মিলনায়তনে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব-মেজনিনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘যৌন হয়রানি নির্মূলকরণে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মিডিয়ার ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেজনিন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট কাজী শাহানা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, ব্র্যাক সিইপি’র আঞ্চলিক ব্যবস্থাপক সাজ্জাদুজ্জামান চৌধুরী, লানিং ম্যানেজার মনিরুজ্জামান, মেজনিনের পিন্টু মন্ডল, সাংবাদিক পান্না বালা, মশিউর রহমান খোকন, হাসানুজ্জামান, এনজিও ফোরামের আব্দুস সালাম, সার্বিক সহযোগিতায় ছিলেন সিইপি’র আকবর আলী।
সভায় ফরিদপুরে কর্মরত ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন