টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার কালিহাতী থানাপাড়ার লাল মাহমুদের ছেলে নীরব (৫) এবং প্রবাসী দুলাল মিয়ার ছেলে জাহিদ (৪)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নীরব ও জাহিদ বাড়ির পাশে খেলা করছিল। এর একপর্যায়ে দুজনই বাড়ির পার্শ্বের ডোবায় পড়ে যায়।
অভিভাবকরা অনেক খোঁজাখুঁজির পর তাদের পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখেরুজ্জামান মিয়া পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন