পিসিবির কাছে না আসার কারণ জানতে চাইবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২০:১১ | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৭, ২০:০৯

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু হঠাৎই জানা গেল, তারা সিরিজ খেলতে আসছে না। কিন্তু এ ব্যাপারে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। অন্য সকলের মতো বিসিবিও এই বিষয়টি গণমাধ্যমের খবর দেখে জানতে পেরেছেন।

পাকিস্তান কেন আসছে না এ ব্যাপারে পিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে বিসিবি। তবে, সেটি আনুষ্ঠানিকভাবে জানার পর। শুক্রবার গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপন বলেছেন, সফর বাতিলের ব্যাপারে পিসিবি এখনও আমাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তারা আমাদের বিষয়টি জানানোর পর আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইব কী কারণে এই সফর বাতিল করা হলো।

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। এই আসর শেষে আগামী জুলাইয়ে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। পাকিস্তান খেলতে আসতে না চাইলেও আগামী আগস্টে দুইটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :