ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের রাজিবপুরের মানুষ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম থেকে
  প্রকাশিত : ০১ মে ২০১৭, ১০:৪৮
অ- অ+

বর্ষার শুরুতেই ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার নদের তীরবর্তী মানুষজন। ইতিমধ্যে ভাঙনের শিকার প্রায় দুই হাজার পরিবার ঘর-বাড়ি ভিটে-মাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। সরকারি বেসরকারি কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ এ পরিবারগুলোর।

সরেজমিন রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্রের ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখা গেছে, রাজিবপুরের মোহনগঞ্জ ইউনিয়নসহ পার্শ্ববর্তী ১০ কিলোমিটার এলাকাজুড়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই নদের গর্ভে বিলীন হচ্ছে ঘর-বাড়িসহ ফসলি জমি। হুমকির মুখে পড়েছে মোহনগঞ্জ বাজার, ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিকসহ নানা স্থাপনা। এ অবস্থায় ভাঙনরোধে দ্রুত সরকারের কার্যকরী পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

গত এক মাস ধরে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের মোহনগঞ্জ বাজার, নয়ারচর, নেওয়াজি, শংকরপুর, হাজিপাড়া, ফকিরপাড়া ও ব্যাপারীপাড়াসহ প্রায় ২৫টি গ্রামের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ব্রহ্মপুত্রের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ১৫ দিনে নদের গর্ভে বিলীন হয়েছে সহস্রাধিক ঘর-বাড়ি ও শতশত একর ফসলি জমি।

ভাঙন ঠেকাতে ইউনিয়নবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করলেও তা নজরেই আসছে না কর্তৃপক্ষের। অন্যদিকে ভাঙনের শিকার পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করলেও মিলছে না কোনো সরকারি বেসরকারি সহযোগিতা। এ অবস্থায় খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারগুলোর।

এদিকে ভিটে-মাটিসহ ফসলি জমি হারানোর আশংকায় নির্ঘুম রাত কাটছে ভাঙনের হুমকিতে থাকা পরিবারগুলোর।

মোহনগঞ্জ গ্রামের জামাল উদ্দিন জানান, এ পর্যন্ত চারবার বাড়ি ভেঙেছি। আবারও ঘর-বাড়ি নদীর কিনারে পড়েছে। দু-একদিনের মধ্যে না সরালে নদের গর্ভে চলে যাবে। আমরা সরকারের কাছে আবেদন জানাই সরকার যেন নদী ভাঙনটা বন্ধ করে দেয়।

ভাঙনের শিকার মোহনগঞ্জ ইউনিয়নের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী জোহরা বেগম বলেন, ১০ দিন হয় ভাঙনের মুখে ঘর-বাড়ি সরিয়ে নদের নিকটবর্তী অন্যের জমিতে আশ্রয় নিয়েছি। এখনো ঘর তুলতে পারিনি। টাকা নাই। মেম্বার চেয়ারম্যানরাও কোনো সাহায্য দেয় না। এ অবস্থায় কোথাও যাওয়ারও কোনো উপায় নাই। দিনে একবেলা খাবার জোটে আর বাকি দুই বেলা উপাস থাকতে হয়।

একই এলাকার ভাঙনের শিকার সোবহান মিয়া বলেন, মানুষের জায়গার ওপর ঘর রেখেছি। ভিটে-মাটি, আবাদি জমি সবই নদীতে গেছে। কোথাও ঘর উঠাবো সে জায়গাও নাই। বউ-বাচ্চা নিয়া বিপদে আছি।

মোহনগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সালমা খাতুন জানান, আমাদের স্কুল নদের কিনারে পড়েছে। স্কুল ভেঙে গেলে আমাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে।

এব্যাপারে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ঢাকাটাইমসকে বলেন, বর্ষা শুরুর সাথে সাথেই তার ইউনিয়নে ব্রহ্মপুত্র ভয়াল রূপ ধারণ করেছে। আমার ইউনিয়নেই প্রায় দেড় হাজার পরিবার ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েছে। আমি চেয়ারম্যান হিসেবে উপজেলা চেয়ারম্যানসহ এলাকাবাসীকে নিয়ে অনেকবার সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেছি। কোনো কাজ হচ্ছে না। শুধু বলে বরাদ্দ পেলে ব্যবস্থা নেয়া হবে। আমি সরকারের নিকট আকুল আবেদন জানাই অতিদ্রুত যেন বরাদ্দ দিয়ে ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হয়।

রাজিবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম ঢাকাটাইমসকে জানান, ভাঙন ঠেকাতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করলেও টনক নড়ছে না সংশ্লিষ্ট বিভাগের। এ অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

কুড়িগ্রাম পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারী উপজেলার বিস্ত্রীর্ণ এলাকাজুড়ে ব্রহ্মপুত্রের ভাঙন চলছে। আমরা এ দুইটি উপজেলায় প্রায় সাড়ে সাত কিলোমিটার স্থায়ী নদীতীর সংরক্ষণ কাজ এবং প্রায় ২০ কিলোমিটার ড্রেজিংসহ একটি প্রকল্পের কাজ হাতে নিয়েছি যেটা প্রক্রিয়াধীন আছে। মোহনগঞ্জ বাজার এলাকায় ভাঙন রোধে গত বছর কিছু কাজ করেছি। এবছরও ৩৩০ মিটার কাজের অনুমোদন পেয়েছি। অতি শিগগির সেখানে কাজ শুরু হবে। এছাড়া প্রবল ভাঙন কবলিত এলাকাগুলোতে জরুরি কাজ করার জন্য বোর্ডে বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলে কাজ করা হবে।

দ্রুত কার্যকরী ব্যবস্থা নিয়ে ভাঙন ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগসহ সরকারের দিকে তাকিয়ে আছে ব্রহ্মপুত্র পাড়ের অসহায় মানুষেরা।

(ঢাকাটাইমস/০১মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদী-বনভূমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান 
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে: তারেক রহমান
গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা