স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মে ২০১৭, ১১:৪৫
অ- অ+

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং রোশ বাংলাদেশ যৌথ আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে কার্যালয়ের নারী কর্মকর্তাদের জন্য স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) নীলিমা আখতার বিশেষ অতিথি ছিলেন। এতে মূল বক্তা ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. পারভীন শাহীদা আকতার।

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এটুআই প্রোগ্রামের প্রায় ১০০ জন নারী কর্মকর্তা এই সেমিনারে অংশ নেন।

ডা. পারভীন শাহীদা আক্তার স্তন ক্যান্সার বিষয়ে সচেতন হবার উপায়সমূহ এবং স্তন ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশে স্তন ক্যান্সার রোগীদের চিকিৎসাব্যবস্থার অপ্রতুলতা এবং উন্নত চিকিৎসাব্যবস্থার অনুপস্থিতির ওপর আলোচনপাত করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

সেমিনারে বক্তরা বলেন, ‘একজন নারী শুধুমাত্র তার সচেতনতা দিয়ে এই নীরব ব্যাধিকে জয় করতে পারেন এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ নারী সদস্যগণ এ বিষয়ে সচেতন হলে পুরো দেশে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে যা প্রান্তিক পর্যায়ের নারীদের সচেতন করতে সহযোগিতা করবে’।

(ঢাকাটাইমস/১মে/এজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা