রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৪০
অ- অ+

টানা তৃতীয়বারের মতো ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন জহির রায়হান।

শুক্রবার ঢাকা রয়েল ক্লাব লি. এর ২০২৪-২৫ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন বিকাল ৩টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে।

এবার নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এম মোবারক হোসেন তুষার ও জহির রায়হান। তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচনে ৩০৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী জহির রায়হান। অপর দিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোবারক হোসেন পেয়েছে ১২৪ ভোট।

ঢাকা রয়েল ক্লাব লি. বর্তমানে উত্তরা ১৩নং সেক্টরে অবস্থিত। জানা যায়, এ ক্লাবে নারী পুরুষ মিলে রয়েছে ৫৯০ জন ভোটার সদস্য।

ক্লাব সদস্য সূত্রে জানা যায়,জহির রায়হান অতীত কর্মকাণ্ডে সততার স্বাক্ষর রেখেছেন, এ কাজের পুরস্কার হিসেবে তিনি এবারও বিজয়ী হয়েছেন।

এ সময় বিজয়ী সভাপতি জহির রায়হান বলেন, ‘যারা ভোট দিয়ে আমাকে সভাপতি নির্বাচিত করেছেন আমি সকলের কাছে কৃতজ্ঞ। এ বিজয় আমি রয়েল ক্লাবকে উৎসর্গ করলাম। এ ক্লাবকে এগিয়ে নিতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের সকলকে নিয়ে কাজ করতে চাই। আপনারা পাশে থাকলে আমি আমার ওয়াদা পালন করবো ইনশাআল্লাহ।’

ইসি সদস্যদের মধ্যে মো. শাহিনুর রহমান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য ইসি সদস্যরা হলেন— আজিজুল হক মন্টু,কে এম এম এনামুল হোসেন টিটু,এস এম আলম, আবু ফয়সাল মো. তোহা, এম আর প্রিন্স, জাকির আহমেদ শিমু, মো. নজরুল ইসলাম, কায়সার হোসেন কাজল ও মে. রাফিউল ইসলাম।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রয়েল ক্লাবের সিনিয়র সদস্য প্রফেসর মোহাম্মদ তাইজুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা রেজাউল করিম হেনা, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কে এম এনায়েতুল করিম হেলাল, ইঞ্জিনিয়ার আবুল হাসান, ইঞ্জিনিয়ার আবুল হাসনাত,মোহাম্মদ লুৎফুর রহমান, মো. কামাল হোসেন, মিজানুর রহমান,মো. আব্বাস উদ্দিন ও মো. আইনুল কবির।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/টিএ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে আরাফাতের পোস্ট
ঘাটাইলে লাল মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা
নেতানিয়াহুকে গোপনে অস্ত্র দিতেন এরদোয়ান: ইরানের গণমাধ্যম
বকেয়া পারিশ্রমিক নিয়ে এবার যা বললেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা