বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ২১:৫১
অ- অ+

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে সভাপতি, সাবেক সচিব মো. আব্দুল খালেককে কার্যকরী সভাপতি এবং সাবেক সচিব কাজী মেরাজ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার কমিটির সভাপতি সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল প্রশাসনের সর্বস্তরে সব ধরনের বৈষম্য নিরসনের লক্ষ্যে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম গঠন করা হয়েছিল। এ ফোরামের সব কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার লক্ষ্যে ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি, কার্যকরী সভাপতি ও সদস্য সচিব ছাড়াও ৩১ জন সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার, সাবেক যুগ্ম সচিব মো. হারুন উর রশিদ, সাবেক সচিব মাকসুমুল হাকিম, সাবেক যুগ্ম সচিব তপন চন্দ্র মজুমদার, সাবেক সচিব সামসুল হক (অডিট-৮২ ব্যাচ), আব্দুল মান্নান (তথ্য ক্যাডার), সাবেক সচিব এস এম শমশের জাকারিয়া, সাবেক সচিব মোস্তাইন বিল্লাহ, সাবেক সচিব মুন্সি আলাউদ্দিন আজাদ, সাবেক সচিব মো. আব্দুল বাবী, সাবেক অতিরিক্ত সচিব ওয়াসিম জব্বার, সাবেক সচিব মো. তৌহিদুর রহমান, সাবেক সচিব মো. আমিনুল ইসলাম, সাবেক সচিব মসিউর রহমান, সাবেক সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, সাবেক ডিআইজি ইয়ামিন গফুর, সাবেক ডিআইজি আলী আকবর, সাবেক কর কমিশনার কাজী এমদাদুল হক, সাবেক সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল, কৃষিবিদ ডা. শফিউল আহাদ স্বপন, সাবেক এসপি কাজী মুর্তজা আহমেদ, সাবেক এসপি মো. আব্দুল মান্নান, সাবেক সচিব এ কে এম ইহসানুল হক, সাবেক সচিব মো. মাহফুজুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব ড. সুরাতুজ্জামান, সাবেক প্রফেসর শিব্বির আহমেদ, সাবেক উপসচিব মো. শামসুল আলম এবং সভাপতি বাংলাদেশ সচিবালয় কর্মচারী কর্মকর্তা সংযুক্ত পরিষদ মো. নুরুল ইসলাম এবং বাংলাদেশ সচিবালয় কর্মচারী কর্মকর্তা সংযুক্ত পরিষদের সহসভাপতি মোহাম্মদ হোসেন।

এছাড়া ৩২ থেকে ৫১ জন বিভিন্ন ক্যাডারের আগ্রহী কর্মকর্তাদের পরিবর্তে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে স্থগিত হয়ে গেল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি
ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিন: যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্ব পরিচালনার দাবি
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা