চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৫, ২৩:৫৭
অ- অ+

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকীরহাট এলাকার আজমনগর স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাইফুল ইসলাম শাহিন (১৭), সুমি আক্তার (২৫) ও তার ছেলে মানারুল (৩)। তারা সবাই উপজেলার বামনসুন্দর এলাকার বেলু বলী বাড়ির বাসিন্দা।

আহতরা হলেন— অটোরিকশাচালক জিয়া উদ্দিন বাবলু (৩০) ও তার মেয়ে তানিশা (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিনকীরহাট এলাকায় একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও বালুবোঝাই পিকআপটির সংঘর্ষ হয়। এ সময় আহতদের উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর চট্টগ্রাম মেডিকেলে মারা যান আরও দুজন।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিন হোসেন বলেন, অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

(ঢাকা টাইমস/১৪জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিএম কাদের একজন কর্তৃত্ববাদী: ব্যারিস্টার আনিস
‘পবিত্র পানি’ ছিটিয়ে শারীরিক স্পর্শ, ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ
কোস্টগার্ডের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষায়: শতভাগ ফেল করা সেই স্কুলে এবার সবাই পাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা