বগুড়ায় যুবক‌কে পি‌টি‌য়ে হত‌্যা

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৫, ১৯:৪০
অ- অ+

বগুড়ায় পূর্ব শত্রুতার জে‌রে শা‌কিল মিয়া (৩২) না‌মে এক যুবক‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে প্রতিপ‌ক্ষের লোকজন।

শ‌নিবার বিকাল সা‌ড়ে ৩টায় বগুড়া শহ‌রের ফুলবাড়ী জোড়াঘাট নামক স্থানে এ ঘটনা ঘ‌টে।

নিহত শা‌কিল মিয়া শহ‌রের শিববা‌টি এলাকার সাজুর ছে‌লে।

নিহ‌তের স্বজনরা জানান, তা‌দের প্রতি‌বেশি জিতু না‌মে এক প্রভাবশালী ব‌্য‌‌ক্তি নিহত শা‌কি‌লের অষ্টম শ্রেণি পড়ুয়া মে‌য়েকে দীর্ঘদিন ধ‌রে বি‌য়ের প্রস্তাব দি‌য়ে আস‌ছি‌ল। কিন্তু জিতুর বয়স বেশি হওয়ায় তারা রা‌জি হ‌চ্ছি‌লেন না। এ নি‌য়ে তা‌দের ম‌ধ্যে দ্ব‌ন্দ্ব সৃ‌ষ্টি হয়।

এ ঘটনার জে‌রেই জিতু ও তার লোকজন আজ বি‌কা‌লে শা‌কিল‌কে শিববা‌টি শাহী মস‌জিদ নামক এলাকা থে‌কে তু‌লে নি‌য়ে ফুলবাড়ী জোড়াঘাট নামক স্থা‌নে নি‌য়ে যায়। এরপর তা‌কে পি‌টি‌য়ে হত‌্যা করে ফে‌লে রাখা হয়। প‌রে খবর তারা ঘটনাস্থ‌লে যান।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হাসান বা‌সির ব‌লেন, স্থানীয়দের দেওয়া খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে শহীদ জিয়াউর রহমান মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ঘটনার সঙ্গে জ‌ড়িত‌ থাকার অভিযো‌গে জিতু না‌মে এক ব‌্যক্তি‌কে আটক করা হ‌য়ে‌ছে। পূর্ব শত্রুতার জে‌রে এই হত‌্যাকাণ্ড। ত‌বে প্রকৃত কারণ এখনও জানা যায়‌নি। আটককে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। এ ঘটনায় মাম‌লার প্রস্তু‌তি চল‌ছে।

(ঢাকা টাইমস/১৪জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফের অনুসারীদের হামলায় আহত যুবদল নেতাকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা কায়কোবাদ
৫২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
ছাত্রদল নেতা গ্রেপ্তারে মায়ের মৃত্যু, নানান নাটকীয়তার পর প্যারোলে মুক্তি
দেশের জনগণ পিআর পদ্ধতি বোঝে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা