রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান, আতঙ্কে ইসরায়েল  

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৫, ২২:১১
অ- অ+

ইরানের সামরিক বাহিনী শনিবার রাতে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ইসরায়েলি আর্মি রেডিও’র প্রতিবেদনে বলা হয়েছে, তেহেরানের হামলার বিষয়ে সতর্ক করেছে ইসরায়েল সেনাবাহিনী। খবর আল জাজিরা

এতে বলা হয়েছে যে, আজ রাতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান।

এই হামলার তীব্রতা শুক্রবার রাতে চালানো ইরানের প্রতিশোধমূলক আক্রমণগুলোর মতোই হতে পারে বলেও জানানো হয় প্রতিবেদনে।

এর আগে শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে দুই শতাধিক হামলা চালায় ইসরাইল। এতে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তাসহ ১২ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন।

এছাড়া ইরানজুড়ে হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

এই হামলার জবাবে ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এতে তিনজন ইসরাইলি নিহত হন। এছাড়া ইরানের হামলায় ইসরাইলের অন্তত সাত সেনা সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে হামলায় ইসরাইলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় ইরান। একজন নারী পাইলটকে আটক করার খবরও জানা যায়। তবে এই তথ্য অস্বীকার করে ইসরাইল।

(ঢাকা টাইমস/১৪জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত দুই বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
নাছিমা কাদির মোল্লা স্কুলে ‘ম্যাজিক’, শতভাগ জিপিএ -৫
৫২ বছর বয়সী সেই ইউপি সদস্য এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা