ভালো-বাসা খুঁজছেন সেই মুশতাক-তিশা দম্পতি, ভালোবাসা ফুরালো নাকি অন্য কিছু?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫, ২১:৩৩| আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ২১:৩৯
অ- অ+

রিকশা করে বাড়ি বাড়ি ঘুরছেন বহুল আলোচিত-সমালোচিত ও বিতর্কিত খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। পছন্দসই কোনো বাসার সামনে টু-লেট লেখা দেখলেই থামছেন তারা। কথা বলছেন কেয়ারটেকারের সঙ্গে।

গুলশান-১ এলাকায় এমনই গলদঘর্ম হতে দেখা গেছে অসমবয়সী মুশতাক-তিশা দম্পতিকে। হঠাৎ কেন ভালো বাসার খোঁজ পড়লো তাদের? কেন গাড়ি ছেড়ে রিকশাযোগে ভালোবাসার খোঁজে গুলশান-১ ও নিকেতন তন্ন তন্ন করে খুঁজে ফিরছেন তারা। তবে কি তাদের ভালোবাসা ফুরালো, নাকি অন্য কিছু?

বৃহস্পতিবার রাতে ভালো বাসা খোঁজার ফাঁকে গুলশান-১ এলাকায় ঢাকা টাইমসের ক্যামেরাবন্দি হতেই পড়িমরি ছুটে পালান অসমবয়সী জুটি।

সিনেমার গল্পকেও হার মানিয়ে ২০২৩ সালের ২৫ মার্চ একাদশ শ্রেণির সিনথিয়া ইসলাম তিশার সঙ্গে সংসার পাতেন ষাটোর্ধ্ব খন্দকার মুশতাক আহমেদ। বিয়ের পর সব সময়ই তাদের দামি গাড়িতে ঘুরতে দেখা গেছে। তাদের দুজনের ফেসবুক পাতায় তাকালে দেখা যায়, কতটা বিলাসবহুল ছিল তাদের জীবনযাপন। কিন্তু হঠাৎ কি হলো, যে রিকশায় করে রাস্তায় রাস্তায় বাসা খুঁজছেন মুশতাক-তিশা? কোথায় গেল তাদের দামি গাড়ি?

ঢাকা টাইমস খোঁজ নিয়ে জানতে পেরেছে, বেশ কিছুদিন হলো গুলশান-১ বা নিকেতনের দিকে ভালো বাসা খুঁজছেন মুশতাক-তিশা। দ্বারস্থ হচ্ছেন টু-লেট ও বিভিন্ন এজেন্সির। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গুলশান-১ এ রিকশা নিয়ে বাসা খুঁজতে বের হন তারা।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ছিলেন মুশতাক। সে সময় কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন তিশা। দেখায় দেখায় তরুণী তিশার প্রেমে পড়েন এই বৃদ্ধ তরুণ। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সারা দেশের মিডিয়ায় আলোড়ন তুলে ২০২৩ সালের ২৫ মার্চ তারা বিয়ে করেন।

বিষয়টি তিশার পরিবার মেনে নিতে পারেনি। মেয়েকে হয়রানি ও অপহরণের অভিযোগ তুলে মামলা করেন তিশার বাবা সাইফুল। দমে যাননি মুশতাক-তিশা। মামলা, সমাজের কটাক্ষেউপক্ষো করে টিকে আছে তাদের সংসার।

বাংলা নববর্ষের দিন নিজের ফেসবুকে পাতায় দেওয়া এক পোস্টে খন্দকার মুশতাক আহমেদ লিখেছেন, ‘স্বপ্ন ছুঁয়েছে আকাশ ,আনন্দ ভরপুর এই সময় আজ নববর্ষের স্বর্ণালী শুভেচ্ছা ! সবার জীবন হোক আরও সুন্দর , আলোকিত , আনন্দময়, ভালবাসা অবিরাম।’

এর আগে গত ৭ এপ্রিল আরেক পোস্টে তিশার তোলা একটি ছবি শেয়ার করেন মুশতাক। নিজের লুঙ্গি পরা ছবিটির ক্যাপশনে তিনি লিখেন, ‘প্রিয় আনন্দ ভবনে প্ৰিয় পোশাকে। ছবি তুলেছে প্ৰিয় মানুষ। ভালোবাসা অবিরাম।’

গত রোজার ঈদে তিশার পোশাকের সঙ্গে ম্যাচিং করা স্যুট পরেন মুশতাক। ঈদের দিন দুজনের একটি ভিডিও শেয়ার করেন ফেসবুকে।

১৬ মার্চ এক ফেসবুক পোস্টে তিশার সঙ্গে মুশতাক একটি ভিডিও পোস্ট করেন। সেখানে ‘বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা’ গান গাইতে শোনা যায় তাকে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘৩৭ বছর যেন মৌচাকে ঢিল। আমি আনন্দপ্রিয় মানুষ, মজা করে সব সময় বলি আমি ৩৭ বছরের টগবগে যুবক। এই ৩৭ বছর বলাতে যেন মৌচাকে ঢিল মেরেছি। বয়স আমার যাই হোক মনের বয়স আমার ৩৭। বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। ভালোবাসা সবার জন্য। ভালোবাসা অবিরাম।’

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা