প্রোটিয়া সফরের কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের কোচের পদ ছাড়লেন গিলেস্পি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪
অ- অ+

বেশ কিছুদিন ধরেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন চলছিল পাকিস্তানের কোচের দায়িত্ব ছাড়ছেন জেসন গিলেস্পি। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে সফরের কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেছেন পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না শান মাসুদরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নিজের সিদ্ধান্তের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন এ অজি কোচ। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির এক মুখপাত্র।

মূলত তার সহকারী কোচ টিম নিলসেনের সঙ্গে চুক্তি নবায়নে পিসিবি অসম্মতি জানানোয় এমন সিদ্ধান্ত নেন গিলেস্পি। কাজ নিয়ে দুজনের মধ্যেই ভালো সম্পর্ক ছিল।

অবশ্য পিসিবিও বেশিক্ষণ অপেক্ষা করেনি। গিলেস্পির বদলি ইতোমধ্যে খুঁজে নিয়েছে তারা। লাল বলের ক্রিকেটের জন্য আকিব জাবেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে গ্যারি কারস্টেনের স্থলাভিষিক্ত হয়ে সাদা বলে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন আকিব। পাকিস্তানের টেস্ট দলের আগে অবশ্য টি-টোয়েন্টি ও ওয়ানডে দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছে। ইতোমধ্যে তিন ম্যাচ সিরিজের একটি টি-টোয়েন্টিও খেলে ফেলেছে তারা। যেখানে ইতোমধ্যে ডাগআউট সামলাচ্ছেন আকিব জাবেদ। সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই শেষে তারা তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে। এরপর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে সাদা পোশাকের লড়াই। সেঞ্চুরিয়নে ওই ম্যাচ দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে টেস্ট অভিষেক হবে আকিব জাবেদের।

(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা