নিজ স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা দেবে বাংলাদেশ: লোকসভায় জয়শঙ্কর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:০১
অ- অ+

ফের ভারতের সংসদে উঠল বাংলাদেশ প্রসঙ্গ। যেখানেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, ‘বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা দেবে’। খবর এনডিভির

শুক্রবার ভারতের লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি। জবাবে জয়শঙ্কর বলেন, ‘ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপরে নজর রাখছে। নতুন সরকারের কাছেও সংখ্যালঘুদের ওপরে হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যে ঘটনা ঘটছে, তা উদ্বেগ তৈরি করেছে। আমরা এই বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছি। আশা করি, বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেবে।’

ভারত আশা করছে দুদেশের সম্পর্ক অটুট থাকবে বলেই আশা প্রকাশ করে তিনি বলেন, ‘অন‍্যান‍্য প্রতিবেশীর মতো বাংলাদেশেও একাধিক উন্নয়নমূলক কাজে যুক্ত ভারত। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করি, বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে একটি স্থিতিশীল এবং পারস্পরিক লাভজনক সম্পর্কে স্থির হবে।’

এদিন বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান নিয়েও কথা বলেন জয়শঙ্কর। পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্কের জন্য প্রতিবেশী দেশকে দেখাতে হবে, যে তারা সন্ত্রাসবাদমুক্ত।’

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সফরে বাংলাদেশের সঙ্গে ভারত একটি ইতিবাচক সম্পর্ক চায় বলে বার্তা দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন
বগুড়ায় বাড়ির সামনে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ  
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা