উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
রাজধানীর উত্তরখান এলাকা থেকে এক হাজার ৫০০ লিটার চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির তরলজাত উপকরণসহ ম্যাক্সওয়েল ইয়ং পিউরীফিকেশন (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার উত্তরখানের গাজীপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখানের গাজীপাড়া এলাকায় হাফিজ উদ্দিনের পাঁচতলা বিল্ডিংয়ের শুক্রবার সেখানে উত্তরখান থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৫০০ মি.লি. চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির তরলজাত উপকরণ উদ্ধার করা হয় এবং চোলাই মদ নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেপ্তার করা ম্যাক্সওয়েলকে।
তিনি আরও জানান, ম্যাক্সওয়েল ইয়ং পিউরীফিকেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে চোলাই মদ তৈরির উপকরণ সংগ্রহ করে দেশীয় চোলাই মদ তৈরি করে নিজ হেফাজতে রেখে বিক্রয় করতো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন