৩২১ রান করার পরও ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচ হারার কারণ জানালেন মিরাজ
২০২১ সালের পর আবারও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তাই হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ ছিল টাইগারদের সামনে। হোয়াইটওয়াশ এড়াতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলাদেশ।
যেই রান এই মাঠে দলীয় সর্বোচ্চ। যেই রান তাড়া করে জয়ের রেকর্ড নেই ক্যারিবীয়দের। স্কোরবোর্ডের পুঁজি বাংলাদেশকে স্বস্তি দিলেও শেষ পর্যন্ত ফল আসেনি পক্ষে। বাংলাদেশকে ২৫ বল ও ৪ উইকেট হাতে রেখে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
তবে তার আগে বোলিংয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ৩১ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়েছিল উইন্ডিজ। এমনকি একশর আগে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে পঞ্চম উইকেট জুটিতে ১৩২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন কেসি কার্টি ও জাঙ্গু।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে বড় পুঁজি নিয়েও হারের পেছনে পারায় মাঝের ওভারে উইকেট নিতে না পারাকে দায় দেন মিরাজ।
তিনি বলেন, 'আমাদের বোলারদের জন্য খুব কঠিন দিন ছিল। ব্যাটাররা ভালো করেছে। আমরা ভালো জুটি পেয়েছি। সৌম্য, জাকের ও মাহমুদউল্লাহ- সবাই ভালো করেছে। বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল। মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। এটি আমাদের জন্য সমস্যার ছিল।'
সামনেই চ্যাম্পিয়নস ট্রফি। হাতে খুব বেশি সময়ও হাতে নেই বাংলাদেশের। বৈশ্বিক সেই টুর্নামেন্টে যাওয়ার আগে এই সিরিজে করা ভুলগুলো দ্রুতই শুধরে ফেলতে চান মিরাজ। তিনি বলেন, ‘এই সিরিজের পরে, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। আমরা জানি আমাদের কী উন্নতি করতে হবে। আশা করি, আমরা বুঝতে পেরেছি কীভাবে সেই জিনিসগুলিকে উন্নত করে সামনে এগিয়ে যাওয়া যাবে।’
(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন