মৌলভীবাজার পাসপোর্ট অফিসের চার দালাল কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০১৭, ১৮:৩৫
অ- অ+
ফাইল ছবি

মৌলভীবাজারে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের চার সদস্যকে আটক করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে এ সাজা দেন সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।

সাজা প্রাপ্তদের মধ্যে - রাজনগর উপজেলার পাঁচগাও গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. হামিদ মিয়া (২৮) তিন মাসের কারাদণ্ড, কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য গ্রামের ছানাউর আলীর ছেলে মো. মাহমুদুর রহমান (৪৮) এক মাসের কারাদণ্ড, জুড়ী উপজেলার তাতীলাসংগন গ্রামের আখলাছ মিয়ার ছেলে ঈছাম উদ্দিন (২৭) পনের দিনের কারাদণ্ড, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শাহ উল্লার ছেলে ছনু মিয়াকে (৫৫) পনের দিনের কারাদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন জানান, দ্রুত সময়ে পাসপোর্ট দেওয়া, ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সমশেরনগর সড়কে পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

(ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে: তারেক রহমান
গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
গাইবান্ধায় তিস্তার ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা