দাঁড়িয়ে থাকা ট্রাককে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২
মাদারীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা নষ্ট একটি ট্রাককে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রবিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যান চালকের সহকারী নিপুন এবং ওষুধ কোম্পানির কর্মী হাফিজ ফকির।
স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়ি এলাকায় গত তিন দিন ধরে একটি নষ্ট ট্রাক রাস্তার পাশে রাখা ছিল। গতকাল রাতে বরিশাল থেকে টেকেরহাটগামী কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ চালকের সহকারী এবং ওষুধ কোম্পানির কর্মী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় পিকআপ চালক কামরুল আলম।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক মো. নিয়াজ আহম্মেদ জানান, আহত কামরুলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকাটাইমস/৮মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন