হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০১৭, ১৭:৩৯
অ- অ+
ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ফারিয়া (২) ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও বলাখাল এলাকায় হৃদয় (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বড়কুল গ্রামে ও দুপুর ১২টার দিকে পৌর এলাকার বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় বলাখাল মিজি বাড়ির বাদশা মিজির ছেলে এবং ফারিয়া বড়কুল গ্রামের মো. মাসুদ আলমের কন্যা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. আউয়াল মজুমদার নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে বলেন, পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে ফারিয়া নিজেদের ঘরের সামনের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

হৃদয় সকালে বাড়ি থেকে বের হয়ে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী নুর মোহাম্মদ বশির আহম্মেদ উভয় শিশু মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৮মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনদুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ফাওজুল কবির খান
বিআরটিএ’র অভিযানে একদিনে ১ লাখ ৭৩ হাজার জরিমানা
বিজয় দিবসে মাঠে নামছেন নান্নু-বাশার-আকরাম-লিপুরা
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা