চার সহকারী সচিব পদে রদবদল
প্রশাসনের তিনজন জ্যেষ্ঠ সহকারী সচিব এবং একজন সহকারী সচিব পদে রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী সচিব) মো. আবদুল্লাহ হাক্কানীকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে বদলি করা হয়েছে। তেজগাঁও উন্নয়নের সার্কেল অফিসার শেখ কামাল হোসেনকে পরবর্তী পদায়নের জন্য মাঠ প্রশাসন-২ শাখায় ন্যস্ত করা হয়েছে। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক বেগম শাহনাজ সুলতানাকে তেজগাঁও উন্নয়নের সার্কেল অফিসার পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৯মে/এএ/মোআ)
মন্তব্য করুন