১৪ বছর পর ফেনী কৃষকলীগের সম্মেলন রবিবার

আরিফ আজম, ফেনী
  প্রকাশিত : ১২ মে ২০১৭, ২১:২৫
অ- অ+

ফেনী জেলা কৃষকলীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন রবিবার। ফেনী পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে জেলার প্রত্যন্ত অঞ্চলে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। এক যুগেরও বেশি সময় পর ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠনটির সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে।

সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ১৪ বছর পর ফেনী জেলা কৃষকলীগের সম্মেলন হচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া কেন্দ্রীয় ও জেলা নেতারা অংশ নেবেন।

সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি জানান দিতে একাধিক প্রস্তুতি সভা হয়েছে। ইতোমধ্যে ৪০ফুট/৩০ফুট মঞ্চ নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।

সূত্র আরো জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী প্রবেশপথে মোহাম্মদ আলী থেকে মহিপাল পাগলা মিয়া সড়ক হয়ে সম্মেলনস্থল পর্যন্ত অতিথিদের ছবিসংবলিত তিন ডজন তোরণ নির্মাণ করা হবে। এছাড়া শহরে দুই হাজার ফেস্টুন ও বিলবোর্ডে অতিথিদের ছবিসংবলিত বিশাল আকৃতির ব্যানার টানানো হবে।

এদিকে সম্মেলন উপলক্ষে জেলার সবকটি ইউনিটের ৫৩৬ জনকে কাউন্সিলর নির্ধারণ করা হয়েছে।

অপর একটি সূত্র জানায়, সম্মেলন বাস্তবায়নে ৭টি উপ-কমিটি করা হয়েছে। প্রতি ইউনিটে একজনকে আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা হলেন- সম্মেলন মঞ্চে জেলা কৃষকলীগের সহ-সভাপতি এবিএম সেলিম, অভ্যর্থনায় ডা. আবদুল গোফরান, সাংস্কৃতিক বিভাগে লোকমান উদ্দিন আল আজাদ, প্রচার বিভাগে সদর উপজেলা সভাপতি মজিবুর রহমান ভুলু, শৃঙ্খলা বিভাগে মাহমুদুর আলম শওকত ও কৃষি প্রদর্শনী বিভাগে সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক আবদুল হাই।

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গীটার বলেন, কৃষকলীগের সম্মেলন উপলক্ষে নেতাকর্মীরা উৎসবের আমেজে রয়েছে। সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পরামর্শক্রমে এ সম্মেলনকে জাকজমক করতে নানা আয়োজনের পাশাপাশি ব্যাপক লোকসমাগম হবে বলে তিনি আশা করেন।

(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে: তারেক রহমান
গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
গাইবান্ধায় তিস্তার ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
নির্বাচিত সরকারই জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা