রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০১৭, ১৫:৫৯
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মটরসাইকেলের ধাক্কায় শাহজালাল নামে একজন পথচারী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলচালকসহ এক আরোহী গুরুতর আহত হন। শুক্রবার দুপুরে উপজেলার ভুলতা-মুড়াপাড়া সড়কের পাড়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালাল পাড়াগাঁও এলাকার মৃত ওহাব আলীর ছেলে।

আহতরা হলেন- মোটরসাইকেলচালক মোরসালিন ও আরোহী মোজাহিদুল ইসলাম। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম জানান, দুপুর ১২টার দিকে ভুলতা-মুড়াপাড়া সড়কের পাড়াগাঁও এলাকায় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে শাহজালাল নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেলচালক মোরসালিন ও আরোহী মোজাহিদুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৯মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
গাইবান্ধায় তিস্তার ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
নির্বাচিত সরকারই জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে: আমিনুল হক 
প্রকৃতি ঠিক রেখেই পার্বত্য চট্টগ্রামের বাস্তবমুখী উন্নয়ন করা হবে: সুপ্রদীপ চাকমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা