নারায়ণগঞ্জে ‘মাদকাসক্ত’ ছেলের হাতে বাবা খুন
নারায়ণগঞ্জের সদর উপজেলায় ইব্রাহিম হোসেন ইবু (৫৫) নামে এক ব্যক্তি তার ‘মাদকাসক্ত’ ছেলের হাতে খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় লোকজন ছেলে ফয়সালকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। রবিবার বিকেলে উপজেলার উত্তর হাজীগঞ্জের আদর্শ এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল জানান, উত্তর হাজীগঞ্জ আদর্শ এলাকার ইব্রাহিম হোসেন ইবুর ছেলে ফয়সাল হোসেন র্দীঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। মাদক সেবনের কারণে প্রায়ই ফয়সাল বাসার মূল্যবান সামগ্রী বাইরে বিক্রি করে দিতো। এনিয়ে মা-বাবা প্রায়ই ফয়সালকে বকাঝকা করতেন। রবিবার বিকেলে মাদক সেবনের অভিযোগে ইব্রাহিম ছেলে ফয়সালকে বকাঝকা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে ফয়সাল বাবাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। পরে আশেপাশের লোকজন এসে ঘাতক ছেলে ফয়সাল হোসেনকে ধরে পুলিশে সোর্পদ করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন