মঠবাড়িয়ায় ম্যাজিস্ট্রেটের বাসায় চুরি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার পৌরশহরে মঠবাড়িয়া তুষখালী সড়কের বহেরাতলার বাসভবনে এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে পৌর শহরের উপকণ্ঠে উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের বাসার তালা খুলে ভেতরে ঢোকে চোরের দল। পরে স্টিলের আলমারি ভেঙ্গে সেখানে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। এ সময় বেলাল হোসেন বাসায় ছিলেন না।
খবর পেয়ে পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ ঢাকাটাইমসকে জানান, ঘটনার পর বাসার দারোয়ান মজিবর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কতগুলো স্বর্ণালঙ্কার ও মালামাল চুরি হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন