নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০১৭, ১২:৩১
অ- অ+

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে সোহরাওয়াদী উদ্দ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্র্মীরা।

বৃহস্পতিবার সকালে নগরীর চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোজেল, কাচঁপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম প্রমুখ।

সভায় বক্তরা বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারির মতো বাংলাদেশে এক তরফা নির্বাচন আর হতে দেয়া হবে না। আওয়ামী লীগ আর খালি মাঠে গোল দিতে পারবে না। নির্বাচন কমিশন যে রোড ম্যাপ দিয়েছে সেই রোডে শুধু আওয়ামী লীগ হাঁটবে, তা হবে না।

নেতাকর্মীরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগকে নিয়ে এক তরফা নির্বাচনের প্রস্তুতি নিলে তার পরিণাম হবে ভয়াবহ।

(ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিআরটিএ’র অভিযানে একদিনে ১ লাখ ৭৩ হাজার জরিমানা
বিজয় দিবসে মাঠে নামছেন নান্নু-বাশার-আকরাম-লিপুরা
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
‘বাংলাদেশ অত্যন্ত সৌভাগ্যবান, যে দেশের নেতৃত্বে রয়েছেন একজন নিরহঙ্কার ও বিনয়ী মানুষ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা