টানা চতুর্থ দিনের মতো সূচক বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০১৭, ১৭:১৮| আপডেট : ২৮ মে ২০১৭, ১০:২৪
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান মূল্যসূচক বা ডিএসইএক্সের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের শুরুটাও ঘটেছিল সূচকের উত্থানের মাধ্যমে। তবে বেলা ১২টা নাগাদ তা আবার কমতে শুরু করে। তবে শেষদিকে ক্রয়ের প্রেসারে উত্থানে শেষ হয়। এ নিয়ে গত সোম থেকে টানা উত্থান হল বাজারের।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজার সূচকের উত্থান হলেও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) টাকায় লেনদেন হয়েছে ৫২৩ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৩ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬০ দশমিক ৫৭ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ২ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১ দশমিক ৩৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৫২৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ২০ কোটি ৫২ লাখ টাকা কম। গতকাল বুধবার ডিএসইতে ৫৪৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৩২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৫৮ দশমিক ৮ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৮৬ টির, কমেছে ১০১টির এবং বদলায়নি ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

ঢাকাটাইমস/২৫মে/ইউএএ/ডব্লিউবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা