স্ত্রী হত্যা মামলায় স্বামীর তিন দিনের রিমান্ড
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গৃহবধূ কামরুন্নাহার তূর্ণা হত্যা মামলার একমাত্র আসামি নিহতের স্বামী আরিফুল হক ওরফে রনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো.সরাফত উদ্দিন এ আদেশ দেন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম তৃতীয় আদালতে রবিবার আত্মসমর্পন করেন রনি। আদালতের বিচারক আয়েশা বেগম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম জানান, মামলার অগ্রগতির স্বার্থে আমরা আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করি। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের কোর্ট পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, আসামি রনির বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো.সরাফত উদ্দিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
(ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন