বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, ২২:০৩
অ- অ+

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্বল্পমেয়াদী তাৎক্ষণিক সমাধানের ক্ষেত্রে টাস্কফোর্স গঠন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ু দূষণ রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।

বায়ু দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই টাস্কফোর্স সাময়িক ভিত্তিতে পাইলটিং হিসেবে বর্ষা মৌসুম আসা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।

স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রধান করে গঠিত টাস্কফোর্সে সিটি কর্পোরেশন, রাজউক, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, ঢাকা ওয়াসা ও বিশেষজ্ঞ প্রতিনিধিসহ অন্যান্য স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধি রাখা হবে বলে জানান তিনি।

টাস্কফোর্স গঠনে স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে নীতিগত সম্মতি প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঢাকা শহরের রাস্তায় যত্রতত্র খোঁড়াখুঁড়ির বিষয়টি অন্যান্য সংস্থার সঙ্গে বসে সমন্বিত উদ্যোগে নেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

বায়ু দূষণ রোধে নির্মাণ সামগ্রী পরিবহন এবং ব্যবস্থাপনার বিষয়ে সিটি কর্পোরেশন এবং রাজউককে দায়িত্ব প্রদানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি ছিটানোসহ অন্যান্য কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ে কর্মরত কর্মীদেরকে নিয়ে ছোট ছোট কর্মশালার আয়োজন করতে হবে।

সভায় স্থানীয় সরকার বিভাগের দূষণ রোধে গৃহীত কার্যক্রম, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যক্রম এবং শুষ্ক মৌসুমে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিবেশ দূষণ রোধে সম্ভাব্য করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের প্রধান, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, পুলিশের অতিরিক্ত কমিশনারসহ (ট্রাফিক) অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ
সোনারগাঁয়ে যুবদল নেতা বহিষ্কার 
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে আরাফাতের পোস্ট
ঘাটাইলে লাল মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা