নারায়ণগঞ্জে তুলা কারখানা শ্রমিক ধর্ষিত, ম্যানেজার আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০১৭, ২১:৫৩
অ- অ+
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে তুলার কারখানার এক শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২০ মে সন্ধ্যায় কারখানার ম্যানেজার জাহাঙ্গীর (২৮) গুদামের স্টোর রুমে ওই শ্রমিককে ধর্ষণ করেন। এই ঘটনায় থানায় ধর্ষণের শিকার শ্রমিকের বাবা বাদী হয়ে মামলা করেন। পুলিশ গত শুক্রবার রাতে ম্যানেজার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর সুনামগঞ্জ জেলার দোয়ারা থানার মহব্বতপুর গ্রামের নূরবুল মিয়ার ছেলে। তিনি বন্দরের ধামগড়ে সেনেরবাড়ি এলাকার হালিম মিয়ার তুলার কারখানায় ম্যানেজার হিসেবে কর্মরত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ম্যানেজার জাহাঙ্গীর বেশ কিছু দিন যাবত কারখানার শ্রমিককে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি কারখানার মালিক হালিম মিয়াকে জানানো হলেও তিনি কোনো উদ্যোগ নেননি। তাই বাদী তাকে ধর্ষণের সহযোগিতা করায় মামলায় আসামি করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিআরটিএ’র অভিযানে একদিনে ১ লাখ ৭৩ হাজার জরিমানা
বিজয় দিবসে মাঠে নামছেন নান্নু-বাশার-আকরাম-লিপুরা
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
‘বাংলাদেশ অত্যন্ত সৌভাগ্যবান, যে দেশের নেতৃত্বে রয়েছেন একজন নিরহঙ্কার ও বিনয়ী মানুষ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা