ভাবনাকেন্দ্র ভাঙচুর, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতিবাদ
রাঙামাটির নানিয়াচর উপজেলার থলচাপ তপোবন ভাবনা কুটিরের পবিত্রতা নষ্ট করার প্রতিবাদে রাঙামাটি সদরের সাপছড়িতে মানববন্ধন করেছে নানিয়াচর ত্রিশরণ কল্যাণ পরিষদ ও বিহার পরিচালনা কমিটি।
রবিবার দুপুর ১টায় এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ মে নানিয়াচরে থলচাপ তপোবন ভাবনা কুটিরের পবিত্রতা নষ্ট করে দরজা জুতা পায়ে কুটিরে ভেঙে প্রবেশ করে ভাঙচুর, বুদ্ধমূর্তির কাপড় খুলে বুদ্ধাসনের সরঞ্জাম তছনছ করে দেয় এক দল নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।
বক্তারা অভিযোগ করেন, গত ২২ মে এর প্রতিবাদ ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে ফেরার পথে স্মারকলিপি প্রদানকারীদের উপর হামলা করা হয়, বৌদ্ধ পতাকা কেড়ে নিয়ে ধর্মীয় অবমাননা করা হয়।
তুরু রঞ্জন চাকমা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিশরণ কল্যাণ পরিষদের সদস্য বাবুল বিকাশ চাকমা, নবজ্যোতি চাকমা প্রমুখ।
(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন