এনজিওর টাকা শোধ করতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০১৭, ১৬:১৪
অ- অ+
প্রতীকী ছবি

নেশাগ্রস্ত স্বামী এনজিওর কিস্তির টাকা পরিশোধ না করায় স্ত্রী হাসি খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রবিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া এলাকার দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসি খাতুন দিঘলকান্দি গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, নেশাগ্রস্ত শরীফুল ইসলাম তার স্ত্রী হাসি খাতুনকে দিয়ে গত ৪ মাস আগে স্থানীয় একটি এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণগ্রহণ করে।

প্রতি সপ্তাহে এই ঋণের টাকা পরিশোধ করার কথা থাকলেও রবিবার কিস্তির টাকা দিতে অপারগতা প্রকাশ করে স্বামী শরীফুল ইসলাম।

এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফুল বাড়ি থেকে বের হয়ে গেলে স্ত্রী ঘর আটকিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় চিকিৎসক ডা. রোকন উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে কাউন্সিল পেছালো এবি পার্টি
দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথ সুগম করুন, সরকারকে ফখরুল
ছাত্রলীগের নেত্রী নদীসহ চার জন ২ দিনের রিমান্ডে 
বেনজীর আহমেদ ও সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে দুদকের মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা