বরগুনায় মোরা’র প্রভাব নেই, সমুদ্র থেকে ফিরেছেন জেলেরা
ঘূর্ণিঝড় মোরার তেমন কোনো প্রভাব পড়েনি উপকূলীয় জেলা বরগুনায়। প্রভাব না থাকায় গভীর সমুদ্রে থাকা বরগুনার অধিকাংশ জেলেরাই নিরাপদে উপকূলে ফিরে এসেছেন। যারা এখনও রয়ে গেছেন সাগরে, তারাও নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।
মঙ্গলবার জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাদের কাছে নেই। সকাল থেকে থমথমে আবহাওয়ায় আকাশ মেঘলা থাকলেও ধীরে ধীরে তা কাটতে শুরু করেছে। কর্মচঞ্চল্যতা ফিরেছে সাধারণ মানুষের মাঝে। আশ্রয়কেন্দ্রও ছেড়েছেন সাধারণ মানুষ।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চেীধুরী ঢাকাটাইমসকে বলেন, ঘূর্ণিঝড় মোরা’র কোনো প্রভাব পড়েনি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এ কারণে যেসব জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরছিলেন, তাদের অনেকেই নিরাপদে ফিরেছেন। আর যারা ফিরতে পারেননি, তারও সবাই নিরাপদের রয়েছেন। ঝড়ের কবলে পড়ে কোনো মাছ ধরার ট্রলার নিখোঁজ বা ডুবে যায়নি জানিয়ে গোলাম মোস্তফা চেীধুরী আরো বলেন, সকল জেলেদের সাথে তাদের স্বজন ও জেলা ট্রলার মালিক সমিতি যোগাযোগ রেখেছে।
এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক ড. মোহা. বশিরুল আলম বলেন, বরগুনায় ঘূর্ণিঝড় মোরা’র তেমন কোনো প্রভাব পড়েনি। সামান্য দমকা হাওয়ার মধ্য দিয়েই বরগুনা ও এর আশপাশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। এ কারণে বরগুনায় ক্ষয়-ক্ষতি পরিমাণও একবারেই সামান্য।
তিনি বলেন, জেলা প্রশাসন জনপ্রতিনিধিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মোরা’র ক্ষয়-ক্ষতির খোঁজ নিচ্ছে।
(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন