নারায়ণগঞ্জে বিএনপির ইফতারে হাতাহাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০১৭, ১৮:২৬
অ- অ+

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত ইফতার সামগ্রী বিতরণের সময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকালে নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতির ভবনে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে অসহায় গরিব মানুষের মধ্যে খাবার বিতরনের সময় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম হৈ চৈ, হট্টগোল, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নেতাকর্মীর জামাকাপড় ছিঁড়ে যায়।

তবে এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল দাবি করেন, খাবার বিতরণের সময় সবাই একসাথে খাবার নিতে গেলে কিছুটা ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা নিরসন হয়। কোনো মারামারির ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিআরটিএ’র অভিযানে একদিনে ১ লাখ ৭৩ হাজার জরিমানা
বিজয় দিবসে মাঠে নামছেন নান্নু-বাশার-আকরাম-লিপুরা
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
‘বাংলাদেশ অত্যন্ত সৌভাগ্যবান, যে দেশের নেতৃত্বে রয়েছেন একজন নিরহঙ্কার ও বিনয়ী মানুষ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা