ঝিনাইদহে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বজ্রপাতে শারমিন আক্তার নামে এক স্কুলছাত্রী মারা গেছে। এসময় তাদের বাড়ির দুটি গরুও মারা যায়।
শারমিন ওই গ্রামের মোস্তফা মুন্সির মেয়ে ও স্থানীয় গান্না ছবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দীন মালিথা জানান, বিকাল ৬টার দিকে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় শারমিন বাইরে থাকা ছাগল গোয়ালঘরে উঠাতে যায়। এ সময় বজ্রপাত হলে শারমিন ও তাদের গোয়ালে থাকা দুটি গরুর ঘটনাস্থলেই মারা যায়।
সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন