মাগুরায় পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনে, চরম দুর্ভোগ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০১৭, ১৬:৩৩
অ- অ+
ফাইল ছবি

বাসচালক সুজন শেখ হত্যার প্রতিবাদে মঙ্গলবার মাগুরার জেলায় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। এ কারণে জেলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিকল্প হিসেবে যাত্রীরা অতিরিক্ত অর্থ ও অধিক সময় ব্যয় করে নসিমন, করিমন, ইজিবাইকে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

ধর্মঘটের সমর্থনে গতকাল সারাদিন শ্রমিককেরা সড়ক অবরোধ করে রাখে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শ্রমিকেরা স্বতস্ফূর্তভাবেই বাস চলাচল বন্ধ রেখেছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে বলে জানান শ্রমিকেরা। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে অভ্যন্তরীণ সড়কগুলোতে পুলিশ টহল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি পাহারা বাসানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ জুন শনিবার সন্ধ্যায় কর্মরত অবস্থায় সদরের মালিক গ্রাম এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন বাসচালক সুজন শেখ। পরে গুরুতর আহত অবস্থায় সোমবার সকাল ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/০৬জুন/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে: তারেক রহমান
গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়েছে: কমিশনের প্রতিবেদন 
গাইবান্ধায় তিস্তার ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
নির্বাচিত সরকারই জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা