আপাতত কাতারে শ্রমিক পাঠাবে না ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০১৭, ০৯:৫৫ | প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ০৯:৪৮

কাতারের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের কূটনৈতিক বিরোধের প্রেক্ষাপটে ফিলিপাইন সরকার সাময়িকভাবে দেশটিতে শ্রমিক পাঠানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় দোহা নিউজ।

মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির শ্রমমন্ত্রী সিলভেস্তার বেলো বলেন, পরিস্থিতির পূর্ণ মূল্যায়ন না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। চারিদিকে মারাত্মক সব গুজব শোনা যাচ্ছে। বলা হচ্ছে, সেখানে কোনো কিছুই আর ঠিকঠাক নেই।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফিলিপাইনের ২০ লাখের বেশি শ্রমিক কাজ করে। যাদের মধ্যে কাতারে আছে এক লাখ ৪০ হাজারের বেশি শ্রমিক। ফিলিপাইন সরকার চলমান সঙ্কটে বিদেশে থাকা শ্রমিকদের উপর ‘কি প্রভাব পড়ে’ তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফিলিপাইনের শ্রমিকরা সাধারণত গৃহকর্মী, জাহাজের ক্রু, নির্মাণ শ্রমিক এবং সেবিকা হিসেবে কাজ করে।

ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর বৈদেশিক শ্রমিকদের পাঠানো অর্থ তাদের মোট জিডিপির ১০ শতাংশ ছিল। অর্থের আকারে যা ২৬ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার।

আরব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, মিশর, লিবিয়া ও মালদ্বীপ।

(ঢাকাটাইমস/৭জুন/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :