বিএনপির খেলা সাঙ্গ হওয়ার পথে: নৌমন্ত্রী
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বিএনপির সমালোচনা করে বলেছেন, ‘প্রদীপ যখন নিভে যায়, তখন ধপ করে জ্বলে উঠে। খেলা যখন সাঙ্গ হয় তীব্র হয় রেফারির বাঁশি। বিএনপির খেলাও সাঙ্গ হওয়ার পথে, তাই তীব্র হওয়ার চেষ্টা করছেন তারা।’
বুধবার সকালে ভোলা-লক্ষীপুর রুটের ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘শেখ হাসিনা শান্তি প্রতিষ্ঠার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। খালেদা জিয়ার রাজনীতির কথাবার্তায় মানুষ বিশ্বাস করে না। কারণ শুধু ২০১৮ সাল নয়, সারা বছরই জনগণের।’
নৌমন্ত্রী বলেন, ‘যারা তাণ্ডব চালিয়ে মানুষ পুড়িয়ে পিটিয়ে হত্যা করেছে তাদের কাছে শান্তি আশা করা যায় না। শান্তি শুধু শেখ হাসিনা সরকারের কাছেই।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জাতির পিতার ভিত্তি ছিল জনগণ এবং শক্তি ছিল সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা যেমন এসেছে জনগণের ওপর ভিত্তি করে ঠিক তেমনি যুদ্ধাপরাধীদের বিচারও হচ্ছে জনগণের ওপর ভিত্তি করে। আর প্রধানমন্ত্রী সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে রাজনীতি করেন।’
মন্ত্রী ঈদের সময় অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ, জাহাজ, স্টিমারে ঝুঁকিপূর্ণভাবে না চলাচলের আহ্বান জানিয়ে বলেন, যারা অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে মন্ত্রী ভোলা-বরিশাল ও রুটের ভেদুরিয়া এবং ভোলা-লক্ষীপুর রুটের ইলিশা ফেরিঘাট পরিদর্শন করেন। এ সময় বিআইডব্লিটিএ এবং বিআইডব্লিটিসির চেয়রম্যানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ভোলা-লক্ষীপুর রুটে নতুন একটি ফেরি দেয়ার আশ্বাস দেন।
(ঢাকাটাইমস/০৭জুন/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন