অবৈধ সম্পদ, কাস্টমস কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ২১:০৫
অ- অ+

সাবেক কাস্টমস পরিদর্শক দেলোয়ার হোসেনের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

বুধবার ঢাকার ২নং বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম পাঁচ বছর কারাদণ্ডের পাশাপাশি এ আসামির ২৭ লাখ ৪৮ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ডও করেছেন। যা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে রায়ে মামলার অপর দুই আসামি দণ্ডিত দেলোয়ার হোসেনের স্ত্রী ফৌরদৌস আরা ও ছেলে মুনজিল মুরশিদকে খালাস দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়।

২০১১ সালের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন দুদক।

(ঢাকাটাইমস/০৭জুন/আরজেড/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিষেকেই জাঙ্গুর সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 
অবশেষে কিসি কার্টি-আমির জাঙ্গুর জুটি ভাঙলেন রিশাদ হোসেন
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা