ভারতে বসে শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়: শহিদুল ইসলাম বাবুল
জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ভয়ংকর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার পরিবারসহ ভারতে পালিয়ে গেছে। সেখানে বসে বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়। আমরা তাদের কোনো হুমকি ধামকিকে পরোয়া করি না। বাংলাদেশের ৮ কোটি যুবক, ৮ কোটি কৃষক বুকে মাইন বেঁধে তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার ফরিদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালী পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। এদিন বিকাল চারটায় শহরের ব্রহ্ম সমাজ সড়কে এ র্যালী পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহিদুল ইসলাম বাবুল বলেন, ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী শেখ হাসিনার পিছনে ইন্ধন যোগাচ্ছে। বিজেপির সুরেন্দ্র বাবু আর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পাঠাতে চায়। আমরা তাদের কোনো ষড়যন্ত্রকে পরোয়া করি না। দক্ষিণ এশিয়ার সকল দেশ আমাদের সঙ্গে আছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে কৃষিবিপ্লব সৃষ্টি করেছিলেন। বেগম খালেদা জিয়া কৃষকদের ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। তিনি কৃষকদের ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছিলেন, ইনশাআল্লাহ আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সমর্থন নিয়ে আবারও ক্ষমতায় এলে কৃষকদের সকল সমস্যার সমাধান করা হবে।
জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শহীদের সভাপতি এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম সহ বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল র্যালী বের করা হয়। এতে দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য সাজে ব্যান্ড পার্টি সহকারী র্যালীতে অংশ নেন। প্রায় ২০ হাজারের মতো নেতাকর্মী ও সমর্থক এতে যোগ দেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাঙ্গা রাস্তার মোড়ে এসে র্যালিটি শেষ হয়।(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এমআর)
মন্তব্য করুন