চার অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের
আবারও বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং দেখলো ক্রিকেটপ্রেমীরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিন টাইগার ব্যাটারের অর্ধশতকে ২৯৪ রানে থামে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ২২৭ রানে অলআউট হলেও আজ সিরিজের শেষ ম্যাচে চার টাইগার ব্যাটারের অর্ধশতকে ৩০০ ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ।
সেন্ট কিটসে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। ক্যারিবীয়ানদের বিপক্ষে আজ তারা তুলে নেন জোড়া অর্ধশতক। তবে তাদের তাদের বিদায়ের পর আবারও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। যার ফলে ১৭১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছ বাংলাদেশ।
এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। ষষ্ঠ উইকেটে এই জুটির ১৫০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তবে নিজেদের জুটিকে আজ তারা বেশিদূর নিয়ে যেতে পারলেন না। প্রথম দুই ম্যাচে ভালো খেললেও আজ তৃতীয় ম্যাচে তানজিদ হাসান তামিম শূন্য রানে করেই ফিরে যান সাজঘরে।
তামিমের বিদায়ের পর একই ওভারে সাজঘরে ফিরে যান লিটন দাসও। তিনিও ফিরে যান শূন্য রান করে। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ৯ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপরেই জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। এই দুই ব্যাটারই তুলে নেন জোড়া অর্ধশতক। মিরাজ ৫৬ বলে ও সৌম্য ৫৮ বলে তুলে নেন অর্ধশতক।
তবে অর্ধশতক তুলে নিয়ে আর বেশি সময় ক্রিজে তাকতে পারেননি সৌম্য সরকার। ৭৩ বলে ৭৩ রান করে গুড়াকেশ মোতির শিকার হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। তার বিদায়ে ভাঙে ১৩৬ রানের জুটি।
সৌম্যের বিদায়ের পর আফিফ হোসেনকে নিয়ে জুটি গড়েন মিরাজ। তবে বেশি সময় তিনিও আর ক্রিজে থাকতে পারেননি। রান আউটের শিকার হয়ে ৭৩ বলে ৭৭ রান করে পথ ধরেন প্যাভিলিয়নের।
মিরাজের বিদায়ের পরের ওভারে সাজঘরে ফিরে যান আফিফ হোসেনও। ২৯ বলে ১৫ রান করে শেরফান রাদারফোর্ডের বলে ব্রান্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ১৭১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
১৭১ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। সৌম্য ও মিরাজের পর এই দুই ব্যাটারই তুলে নিয়েছেন জোড়া অর্ধশতক। ক্যারিবীয়ানদের বিপক্ষে আজ ৪৮ বলে অর্ধশতক তুরে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই সিরিজের তিন ম্যাচেই ফিফটি তুলে নিয়েছেন তিনি।
মাহমুদউল্লাহর পর অর্ধশতক তুলে নিয়েছেন জাকের আলী অনিকও। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। ষষ্ঠ উইকেটে এই জুটির ১৫০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৬৩ বলে ৮৪ ও জাকের আলী অনিক ৫৭ বলে ৬২ রানে অপরাজিত আছেন।
(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন