৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:১০| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭
অ- অ+

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ৩২২ রানে বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আজ শেষ ম্যাচে ওপেনিংয়ে নামেন ব্রান্ডন কিং ও অ্যালিক অ্যাথানাজ। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভেঙে যায় এই জুটি। ১০ বলে ১৫ রান করে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান ব্রান্ডন কিং । তার বিদায়ে ১৯ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

৯ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন কিসি কার্টি ও অ্যালিক অ্যাথানাজ। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি নাসুম আহমেদ। নাসুমের বলে বোল্ড হয়ে ৮ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান অ্যালিক অ্যাথানাজ। তার বিদায়ে ২৮ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

নাসুমের পর ক্যারিবীয়ান শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শাই হোপ। আউট হওয়ার আগে করেন ৬ বলে ৩ রান। তার বিদায়ে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা।

সেন্ট কিটসে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। ক্যারিবীয়ানদের বিপক্ষে আজ তারা তুলে নেন জোড়া অর্ধশতক। তবে তাদের তাদের বিদায়ের পর আবারও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। যার ফলে ১৭১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছ বাংলাদেশ। এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। ষষ্ঠ উইকেটে এই জুটির ১৫০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা