পর্তুগালে ইফতার মাহফিল

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০১৭, ১২:৫৯
অ- অ+

পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগালের রাজধানি লিসবনে সিলেট বিভাগীয় সম্মিলিত যুব পরিষদ (সযুপ)-এর উদ্যোগে স্থানীয় ফুড গার্ডেন রেস্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সযুপের সাধারণ সম্পাদক আবু তাহের সুমনের পরিচালনায় সযুপ সভাপতি শেখ খালেদ আহমদ মিনহাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন,কমিউনিটি নেতা মোহাম্মদ শোয়েব মিয়া, মারতিম মনিজ জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি তাহের আহমদ চৌধুরী, পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক মাহিন উদ্দিন, সেভ বাংলাদেশের সদস্য সচিব মিজানুর রহমান, পর্তুগালের প্রথম অনলাইন বাংলা দৈনিক বাংলাপিটি’র সম্পাদক মাহবুব সুয়েদ, পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, মঞ্জুরুল আলম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক লিটন কাদেরী, কোম্পানিগঞ্জ এসোসিয়েশান ফ্রান্সের সভাপতি মইন উদ্দিন মনি প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সযুপের শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল আহাদ।

সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে আল্লাহ পাক যাতে মানবতার কল্যাণে কাজ করার সুযোগ দেন সবাইকে এবং কোরআন নাজিলের এ পবিত্র মাস থেকে যাতে আমরা সবাই প্রকৃত ফায়দা হাসিল করতে পারি। রোজা যাতে মুমিনের জীবনে কল্যাণ ও শান্তির বার্তা বয়ে নিয়ে আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

এছাড়াও ইফতারের আগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন পেশ মারতিম মনিজ জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দীন ও বায়তুল মোকাররাম জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসান।

ইফতার মাহফিল সযুপ নেতৃবৃন্দের মাঝে ছিলেন- প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক আহমদ আলী, সিনিয়র সহ-সভাপতি ছায়েফ আহমদ সুইট, সহ-সভাপতি আমিরুল হক মেম্বার, জাকির রহমান, আরাফাত মিজান, যুগ্ম সম্পাদক কবিরুল হক, রুহেল আহমদ, এনামুর রশিদ, ছাবিরুল হক, জহিরুল হক, আখতার হোসেন, কায়সল আহমদসহ আরো অনেকে।

(ঢাকাটাইমস/৮জুন/আরএম/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাঝরাতে সুন্দরবনে অসুস্থ পর্যটক, ছুটে গেল কোস্ট গার্ডের মেডিকেল টিম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলার প্রত্যাশা লিটনের
আজ থেকে সৌদি প্রবাসীরা পাবেন এমআরপি পাসপোর্ট
ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, চার দিনের সফরসূচিতে যা রয়েছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা