স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরী: ইতালির পেসকারা বিএনপি-যুবদল
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইতালি রেজিয়নে পেসকারা বিএনপি ও যুবদলের আয়োজনে আলোচনা সভার বক্তারা।
বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইতালি রেজিয়নে পেসকারা বিএনপি ও যুবদলের আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। রবিবার পেসকারার একটি রেস্টুরেন্টে ইতালি রেজিয়নে আব্রুজ্জো পেসকারা বিএনপির আহ্বায়ক মাহবুব আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও আবু হানিফের যৌথ পরিচালনায় আয়োজিত সভার শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় স্বাধীনতা ঘোষক জিয়া লও লও লও সালাম শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে হল প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সহসভাপতি সাজ্জাদুল কবির। বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মাওলানা সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ, সদস্য ওমর ফারুক, পেসকারা যুবদলের আহ্বায়ক উজ্জ্বল বেপারী, যুগ্ম আহবায়ক শামীম আহমেদ রবি, জহিদ হোসেন, সদস্য সৈয়দ তামিম আহমেদ, কাউসার আহমেদ, নাহিদ আহমেদ, আল আমিন, কাউসার চৌধুরী, আশিকুর রহমান, আশরাফ উদ্দিন, আবুল হাসেম, অলি আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। আশির দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজপথে আপসহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
বক্তারা আরো বলেন, বিএনপির এই শুভ লগ্নে হাইব্রিড নেতাকর্মীদের প্রশ্রয় না দিয়ে বিএনপির দুঃসময়ে যারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে গেছেন, তাদের নিয়ে পেসকারা বিএনপি ও যুবদল সুসংগঠিত হবে। শেষে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট হামলার মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলা থেকেেউচ্চ আদালত খালাস ঘোষণা করায় সংগঠনের পক্ষ থেকে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/মোআ)
মন্তব্য করুন