নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির ইফতার মাহফিল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী জামান লিজনের সভাপতিত্বে শুক্রবার এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী প্রক্টর বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এটির মাধ্যমে সারাদেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়ে থাকে। তাদের এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি শহিদুল্লাহ আজমী, সাংবাদিক সমিতির উপদেষ্টা সজীব আহমেদ ও আজিজার রহমান এবং সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বিপুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর/প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফাহিম (তুহিন) প্রমুখ।
(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন