কুবিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৭
অ- অ+

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন 'সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক' এর উদ্যোগে কুমিলা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ ক্যাম্পাসে নির্ভয়ে পথচলা।’

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে র‍্যালিটি শেষ হয়।

এর আগে সোমবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের নাইমুর রহমান, সহ-সভাপতি হিসেবে বাংলা বিভাগের সোহাগ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের সোহানুল ইসলাম মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

(ঢাকা টাইমস/১০ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা