কুবিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন 'সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক' এর উদ্যোগে কুমিলা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ ক্যাম্পাসে নির্ভয়ে পথচলা।’
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে র্যালিটি শেষ হয়।
এর আগে সোমবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের নাইমুর রহমান, সহ-সভাপতি হিসেবে বাংলা বিভাগের সোহাগ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের সোহানুল ইসলাম মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
(ঢাকা টাইমস/১০ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন