পাকুন্দিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও টাকা বিতরণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ২৩:৪১
অ- অ+

সম্প্রতি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় গরিব লোকদের পুনর্বাসনের জন্য বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙণে এসব বিতরণ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, পৌরমেয়র আক্তারুজ্জমামান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা ভাইসচেয়ারম্যান শামসুন্নাহার আপেল, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, সাবেক চেয়ারম্যান আবদুছ ছাত্তার, জেলা যুবলীগ নেতা ও সাবেক ভিপি মো.ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মোহাম্মদ এখলাছ উদ্দিন ও পৌরযুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ৭০জন লোকের মধ্যে ৭৭ বান্ডিল ঢেউটিন ও নগদ দুই লাখ ৩১হাজার টাকা বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া, যদি…
আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, কুয়েত সিটি ও বাগদাদে ‘বিপজ্জনক’
দিনে তিন কাপ কফি বাড়ায় আয়ু! ক্যানসার-হার্টের সমস্যাও হবে পগারপার
নুসেইরাতে গণহত্যার এক দিন পর গাজার স্কুল ও বাড়িঘরে ইসরায়েলের বোমাবর্ষণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা