সাভার উপজেলা নির্বাচনের তফসিল স্থগিত
ঢাকার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত করেছে উচ্চ আদালত। উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান কফিল উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের দুই বিচারপতির আদালত এ স্থগিত আদেশ দেন।
সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হানিফ পরিবহনের চেয়ারম্যান ও বিগত নির্বাচনে বিজিত চেয়ারম্যান কফিল উদ্দিন নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন।
আবেদনে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকার ডিসিসহ ও নির্বাচন কমিশনের ৮ কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে বিবাদী করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারপতি তারিকুল হাকিম এবং বিচারপতি এম ফারুক সাভার উপজেলা পরিষদের ঘোষিত তফসিলকে রবিবার স্থগিত আদেশ দেন।
এর আগে নির্বাচনী তফসিল ঘোষিত হলে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ নির্দলীয়ভাবে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করে এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।
সাভার উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, সাভার উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে নির্বাচন স্থগিতের একটি গণবিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১২জুন/আইআই/এলএ)
মন্তব্য করুন