ফরিদপুরে বাস উল্টে শিশুসহ নিহত ২
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম সলিলদিয়ায় যাত্রীবাহী লোকাল বাস উল্টে শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
নিহতরা হলেন এসকেন্দার ফরাজি (৪৮), তিনি হাজরাহাটি গ্রামের রাশেদ ফরাজির ছেলে এবং আল-জাবেদ (৯ মাস), সে পাথরাইল মোহন মিয়ার ছেলে।
ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এজাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১২টার দিকে মাওয়াঘাট থেকে ভাঙ্গাগামী একটি লোকাল বাস (ফরিদপুর-ব-১২২) ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেলে এ হতাহতের ঘটে। তিনি জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন