মায়ের কোল থেকে কেড়ে শিশু হত্যা, বাবা-দাদি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আড়াই মাস বয়সী ওই শিশুর নাম জোনায়েদ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিশুটির বাবা ও দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার নওরাবো এলাকায় এই ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, দুই বছর আগে উপজেলার কাঞ্চন পৌরসভার নওরাবো এলাকার আবু বক্করের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মৌসুমি আক্তারের। পরে তাদের মধ্যে বিয়ে হয়।
কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাদের পরিবারে কলহ লেগে থাকতো।
আজ সকালে তাদের মধ্যে আবারো কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে মায়ের কোলে থাকা শিশু জোনায়েদকে কেড়ে নিয়ে বাড়ির পাশের ডোবায় ছুড়ে মারে। এতে পানিতে তলিয়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়।
ওসি ইসমাইল হোসেন আরও জানান, এ ব্যাপারে নিহত শিশুর মা মৌসুমি আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আবু বক্কর ও দাদী মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন