কল এর গানে পারভেজ
দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং দর্শকদের সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠান ক্লোজআপ কল এর গান।
এবার অনুষ্ঠানটিতে অতিথি হয়ে আসবেন পারভেজ ও সুফিয়ানা। তারা সেখানে নিজেদের গান পরিবেশন করবেন। যেখানে দর্শকরাও তাদের সঙ্গে আড্ডায় অংশগ্রহণ করতে পারবেন।
কল-এর গান অনুষ্ঠানটি প্রচারিত হবে শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে। আলমগীর হোসেন-এর প্রযোজনায় এবং পুতুল-এর উপস্থাপনায় এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নাম্বারে ফোন করে।
ঢাকাটাইমস/১৪জুন/এমইউ
মন্তব্য করুন