‘এই পদ্মা এই মেঘনা’ গানের রচয়িতা আবু জাফর মারা গেছেন
সাড়া জাগানো দেশাত্ববোধক গান ‘এই পদ্মা এই মেঘনা’র রচয়িতা আবু জাফর আর নেই। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন প্রয়াত এই গীতিকার, সুরকার ও সংগীতশিল্পীর মেয়ে জিয়ান ফারিয়া।
বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সুরকার আবু জাফর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন তার সাবেক স্ত্রী।
জানা গেছে, ‘সুরকার ও গায়ক আবু জাফরের মরদেহ তার জন্মস্থান কুষ্টিয়ায় নেওয়া হয়েছে। আজ আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ‘এই পদ্মা এই মেঘনা’সহ ‘তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’সহ অসংখ্য কালজয়ী গানের শিল্পী আবু জাফর। এর বাইরে পেশাগত জীবনে তিনি চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।
(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এজে)
মন্তব্য করুন